প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইছবপুর শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ এর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্টিত হয়েছে।
বুধবার (১ ফ্রেবুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ইছবপুরস্থ শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্টিত ২০২২-২৩ একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন। এসময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি প্রভাষক সুর্বনা দেব, সমাজ বিজ্ঞান প্রভাষক রুমি সূত্রধর, সহকারি শিক্ষক তাহমিনা রহমান খাঁন,পৌরনীতি প্রভাষক অলাকা ভৌমিক, গনিত প্রভাষক সম্পা দাস, গনিত বিভাগের পিউলি দেব, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু ফুয়াদ রিকু, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সুমি আক্তার, হিসাব বিজ্ঞানের প্রভাষক পুষ্পিতা দত্ত, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অমৃতা রায়, বাংলা বিভাগের প্রভাষক সুদীপ্তা চক্রবর্তী, ইংরেজির প্রভাষক সংগীতা দেব, রসায়ন বিভাগের প্রভাষক রুমা বেগম, পদার্থ বিজ্ঞানের প্রভাষক ধনঞ্জয় দেবনাথসহ ছাত্রী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্টানে কলেজের অন্যান্য শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।