এ এ রানা:::
১৯৭৭ সালে কলেজে ভর্তি হওয়ার পর পরই তৎকালীন আওয়ামী লীগ নেতাদের নিবিড় সাহচর্যে আসেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তার বাগ্মিতা ও সাংগঠনিক দক্ষতার কারণে মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর নিজ মেধা ও যোগ্যতায় ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের এক দক্ষ সংগঠক হিসেবে দলীয় পরিমণ্ডলের বাইরেও সকল দল ও মতের ছাত্রদের কাছে অসাধারণ গ্রহণযোগ্যতা অর্জন করেন তিনি। এই জনপ্রিয়তার কারণেই ১৯৭৯-৮০ সালে অনুষ্ঠিত কলেজ ছাত্র সংসদে পর পর ২ বার বিপুল ভোটে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। তিনি মদন মোহন কলেজ ছাত্র সংসদের ভারপ্রাপ্ত জি.এস হিসেবেও দায়িত্ব পালন করেন। মদন মোহন কলেজে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে ব্যাপকভাবে সংগঠিত করার পাশাপাশি অসাধারণ বাগ্মিতার কারণে তৎকালীন বৃহত্তর সিলেট জেলার সর্বত্র ব্যাপক পরিচিতি অর্জন করেন মিসবাহ উদ্দিন সিরাজ । আর এ কারণেই ১৯৮০ সালে কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে তৎকালীন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন মিসবাহ উদ্দিন সিরাজ । এক’ই সাথে পর পর ৩ বার তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিঃদ্রঃ-চলবে……।