প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে এসআই এহসানুল হক হীরার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার উকিলবাড়ি রোড থেকে ইয়বাসহ তিন যুবককে গ্রেপ্তার করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ২২পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন, শহরতলীর পশ্চিম ভাড়াউড়া গ্রামের আফতাব মিয়ার ছেলে জুয়েল মিয়া, মো: আবুল মিয়ার ছেলে রায়হান মিয়া ও আরজু মিয়ার ছেলে মকদ্দুছ মিয়া। অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক তিন যুবককে গ্রেপ্তারের পর শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।