প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে চুরি ডাকাতি ও মাদক সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষের অংশগ্রহণে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক,বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার আনোয়ার হোসেন,এস আই আমিনুল ইসলাম, এ,এস,আই,আক্তার হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রুসন আলী,আব্দুল গফুর, কামরুজ্জামান,আজিম মিয়া,মনির আলী, শিক্ষক আব্দুল গণি দুলাল, সমাজকর্মী ওয়াসিম মিয়া, আব্দুল হান্নান প্রমুখ।