প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেন বীর মুক্তিযোদ্ধারা। সারাদেশে ৩০ লাখ শহীদের জীবন আর দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময় বাংলার এই দিনে বাংলার আকাশে উড়ে লাল সবুজের বিজয় নিশান।
আজ সেই দিন ১৬ই-ডিসেম্বর। ৫১তম বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। সকালে প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে শ্রীমঙ্গল পৌর শহিদ মিনারে শ্রদ্ঞ্জলি প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন প্রেসক্লাব কার্যকারী পরিষদের সদস্য ও সহযোগী সদস্যরা। এর পর প্রেসকলাবের আয়োজনে প্রেসক্লাব মাঠে অনুষ্টিত হয় বিভিন্ন খেলাধুলার। খেলায় অংশ নেন প্রেসক্লাব সদস্য ও সহযোগি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহসভাপতি মো: কাওছার ইকবাল, দীপঙ্কর ভট্রাচার্য লিটন, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, এম এ রকিব, অর্থ-সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর-সম্পাদক এম.মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুদ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ^জিৎ ভট্রাচার্য বাপন, কার্যকারী পরিষদের সদস্য মো: আব্দুর রব, সনেট দেব চৌধুরী প্রমূখ। এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।