প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত ১ আসামি ও ৪ জুয়াড়ীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার মডেল থানার এএসআই মাহবুবুল আলম অভিযান চালিয়ে শহরের সেন্টাল রোড এলাকা থেকে দিদার আলী নামের ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দিদার আলী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর ১৮৯/১৬) এক বছরের সশ্রম কারান্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদন্ডের আদেশপ্রাপ্ত আসামি। অন্যদিকে জেলার রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসস একজনকে ও জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর এর নেতৃত্বে এসআই মো: সওকত মাসুদ ভূইয়া, এসআই সুলেমান আহমদ রাজনগর উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামে অভিযান চালিয়ে আশরাফুল হক আরিফ (২৩)কে ১২ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেন। অপর এক অভিযানে রাত আড়াইটার সময় এসআই মো: কামাল উদ্দিন, এএসআই মো: সুমন মিয়া অভিযান চালিয়ে উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী গ্রামের আক্কাছ মিয়ার বাড়ি থেকে বাড়ির মালিক মো: আক্কাছ মিয়া(৪৬), সুবেদ মিয়া (৩৫), কলিঙ্গ কর (৩৮), লিপন মিয়া (৩০),কে গ্রেপ্তার করেন। এসময় আটক জুয়াড়ীদের কাছ থেকে নগদ-৮৬০ টাকা জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটক আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে নিজ নিজ থানায় মামলা দায়েরের পর জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।